AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৮ এএম, ১৩ নভেম্বর, ২০২৫

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে একযোগে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে একই দিনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে চলতি সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এসব সহিংস তৎপরতা সংঘটিত হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত কয়েক দিনের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হেলমেট ও মুখোশ পরিহিত ব্যক্তিরা নির্দিষ্ট স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যাচ্ছে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “কখনও কখনও এসব কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল ব্যবহার করেও ককটেল নিক্ষেপের কয়েকটি ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!