আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচির প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও নজিপুর পৌর শাখার উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর আমির মুহাম্মদ মোফাসসিল হক, পৌর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, “দেশে চলমান ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার হচ্ছে। যারা স্বাধীনভাবে মত প্রকাশে বাধা সৃষ্টি করছে, তারা গণতন্ত্রের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ উপায়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবো, ইনশাআল্লাহ।”
তারা আরও বলেন, “দেশে ন্যায়, শান্তি ও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কোনো ভয়ভীতি বা বাধার মুখে থেমে থাকবে না।”
অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

