AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সেলিমুজ্জামান সেলিমের



ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সেলিমুজ্জামান সেলিমের

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (১২ নভেম্বর) রাতে মুকসুদপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে। এর মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শামচু মিয়া, সহসভাপতি মো. ওলিয়ার রহমান মিয়া, মো. টুকু শেখ, সমাজসেবী মো. হাদিউর রহমান দীপু, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাউদ্দীন মুন্সী, শফিউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর হোসেন, সাহিদুজ্জামান পল্টু মিয়া, মশিউর রহমান টুটুল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, পৌর মহিলাদলের আহ্বায়ক নিশাত জাহান এবং সাবেক কাউন্সিলর মুক্তা বেগমসহ অনেকে।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে ঐক্য, শৃঙ্খলা ও কৌশলগত প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি ছিল বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা, যা কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সংগঠিত মনোভাব সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!