চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আনোয়ারুল ইকবাল ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে হঠাৎ করেই ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পরে মিছিলে অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় তারা দ্রুত সরে পড়ার চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

