AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৬ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

জাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই মাসের অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর সরাসরি হামলা ও বিভিন্নভাবে সহায়তা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) সামনে তারা এ বিক্ষোভ মিছিল করেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান সোহেলের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সন্ধ্যার দিকে বিষয়টি প্রকাশ পায়।এ সময় মিছিলে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল এবং সোহেল রানাকে চিন্হিত করা গেছে।

মিছিলে ছাত্রলীগের সদস্যরা "হটাও ইউনুস, বাঁচাও দেশ" লেখা ব্যানার বহন করেন। এর মাধ্যমে তারা নিরাপত্তা শাখার ইউনুস সরকারের কঙ্গারু কোর্টের প্রহসনমূলক বিচারিক কার্যক্রম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামিম মোল্লা হত্যা ও অবৈধভাবে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদ জানায়।

নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ জেফরুল হাসান জানিয়েছেন, তিনি বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন। এরপর প্রধান ফটকের নিরাপত্তা গার্ড রাসেল জানান, গতকাল ভোর পাঁচটায় একটি মাইক্রোতে ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভে উপস্থিত হন এবং খুব দ্রুতই স্থান ত্যাগ করে চলে যান।

তিনি আরও জানান, প্রক্টর এ.কে.এম. রাশিদুল আলম সিকিউরিটি গার্ডকে কেন নিরাপত্তা শাখায় অবহিত করেননি, তা জানতে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!