প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। দলের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবি ওঠার পরপরই জামায়াত এই বৈঠকে অংশ নিচ্ছে।
এর আগে গত ২৩ অক্টোবর বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বিতর্কিত কর্মকর্তা বা কর্মচারীদের ভোটের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানায়। সেই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় কোনোভাবেই বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত নয়।”
সেদিন ইসিকে জানানো হয়, নির্বাচন নিরপেক্ষ রাখতে পোলিং পারসোনেল, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের সময় এমন কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নির্বাচন দায়িত্বে না রাখতে হবে, যেগুলো রাজনৈতিকভাবে চিহ্নিত — যেমন ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা গ্রুপ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

