মানিকগঞ্জের হরিরামপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ‘কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীসহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯ হাজার ৯৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম শুভ, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের সহায়তা দিতে নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় রবি মৌসুমে প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

