অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক এবং কার্যক্রম নিয়মিত চলবে। নভেম্বরের মধ্যে সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ শেষ করতে হবে—এমন ধারণা সঠিক নয়।
সোমবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। এই মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে এবং দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

