চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, মেডিসিন ও স্ত্রীরোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ দলীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, “গ্রামীণ জনগণ এখনো পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।”
তারা আরও জানান, ভবিষ্যতেও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

