AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:২৪ পিএম, ২৭ অক্টোবর, ২০২৫

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, মেডিসিন ও স্ত্রীরোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন—শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ দলীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, “গ্রামীণ জনগণ এখনো পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।”
তারা আরও জানান, ভবিষ্যতেও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!