AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মামলা বাণিজ্যের শিকার হয়ে ব্যবসায়ী কারাগারে, মুক্তির দাবিতে স্থানীয়দের



মামলা বাণিজ্যের শিকার হয়ে ব্যবসায়ী কারাগারে, মুক্তির দাবিতে স্থানীয়দের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, “মাহবুব মামলা বাণিজ্যের শিকার হয়েছেন।”

বক্তারা জানান, মোদিবিরোধী আন্দোলনের একটি মামলায় প্রায় দেড় মাস আগে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সরাইল থানায় দায়ের হওয়া মামলার এজাহারে তার নাম ছিল না। পরে একটি ভুয়া ছাত্রলীগ কমিটি দেখিয়ে রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে তাকে মামলায় জড়ানো হয়েছে।

অরুয়াইল বাজারের ব্যবসায়ী গাজী মো. শফিক বলেন, “শুধু মাহবুব নয়, তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়। ব্যক্তিগত শত্রুতার জেরে ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ বলেন, “মাহবুবের পরিবার বিএনপি সমর্থক হলেও সরাসরি রাজনীতিতে সক্রিয় নয়। তিনি এলাকার একজন ভালো মানুষ।”

অরুয়াইল ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ ভূঁইয়া বলেন, “মাহবুবকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

মাহবুবের বড় ভাই মো. হাবিবুর রহমান জানান, “বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে আমার ভাইকে ফাঁসিয়েছে। ছাত্রলীগের একটি কমিটির প্যাডে নাম এডিট করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য তৈরি করা হয়েছে।”

স্থানীয়রা জানান, মাহবুব অরুয়াইল বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত। তার হঠাৎ গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে। তদন্তাধীন অবস্থায় কে জড়িত, কে জড়িত না—এ বিষয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!