“নারীর দীপ্ত পদচারনায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি—নতুন বাংলাদেশ গড়ি।”নাটোরের লালপুরে নারী সমাবেশে এমন বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে, নারী জাগরণ মঞ্চের ব্যানারে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির মিডিয়া সেলের সদস্য, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য এবং নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
ফারজানা শারমিন পুতুল তার বক্তব্যে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, “ভাইয়া, আপনি লালপুরকে দেখে যান। যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সেই দেশকে এগিয়ে নিতে নারীরাই সবথেকে বেশি প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে লালপুরে কোনো দলের এতো হাজার হাজার নারী এক মিটিংয়ে একত্রিত হয়নি। তারা আপনাকে জানাচ্ছে যে, আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার জন্য তারা প্রস্তুত।”
সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী সালমা আক্তার পলি, আফরোজা ইসলাম, সাজেদা বেগম, মিনা খাতুন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম (রবি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, লালপুর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি প্রমুখ।
এর আগে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী খণ্ড খণ্ড মিছিল নিয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

