AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৫:৩৪ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রোববার দুপুর ১২টায় জেলা শহরের বিশ^রোড মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে "আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নেই, স্বৈরাচারের সঙ্গী ইসকন, তুই জঙ্গি, ব্যান্ড ব্যান্ড ব্যান্ড হবে ইসকন ব্যান্ড হবে" সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ মুজাহিদ এবং শিক্ষার্থী আবদুল্লাহ ওয়াসিম।

বক্তারা ইসকনকে একটি “উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন” আখ্যা দিয়ে দ্রæত নিষিদ্ধ করার দাবি জানান। তারা আরও বলেন, ইসকন দীর্ঘদিন ধরে ইসলাম অবমাননাসহ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে এবং দেশের অভ্যন্তরে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন যে, স্বৈরাচারের আমলে পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে। তারা সব অপকর্মের শাস্তি ও ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!