AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৮ পিএম, ২০ অক্টোবর, ২০২৫

সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে মামলা হিসেবে হত্যার অভিযোগ গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ঢাকার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রথমে তার স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা। কিন্তু পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটি হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়। পরের বছর ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় হত্যার অভিযোগে মামলা করেন।

সেই সময় আদালতের নির্দেশে সিআইডি তদন্তে নামে এবং ১৯৯৭ সালের নভেম্বর মাসে তারা ‘আত্মহত্যা’ হিসেবে প্রতিবেদন দেয়। আদালতও একই সিদ্ধান্তে উপনীত হন। তবে সালমানের পরিবার তা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা দায়ের করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০০৩ সালে মামলাটিতে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় এবং ২০১৪ সালে দাখিল করা প্রতিবেদনে আবারও মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হয়।

পরে সালমানের বাবা মৃত্যুবরণ করলে মামলার বাদীর দায়িত্ব নেন তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি নতুন করে নারাজি আবেদন করলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমানের মৃত্যু আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। আদালত ২০২১ সালের ৩১ অক্টোবর প্রতিবেদনটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি ঘোষণা করেন।

তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বাদীপক্ষ ২০২২ সালের জুন মাসে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করে। তাদের দাবি—প্রভাবশালী একটি চক্র হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছে; ফলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুনরায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

উল্লেখ্য, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি টেলিভিশন নাটক আকাশ ছোঁয়া, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারসসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে চলচ্চিত্রে এসে শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা সিনেমায় এক নতুন অধ্যায় সৃষ্টি করে। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল বুকের ভেতর আগুন।

বাংলা সিনেমার এই নক্ষত্রের মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো রহস্যের সম্পূর্ণ পর্দা উন্মোচিত হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!