AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৬ এএম, ২০ অক্টোবর, ২০২৫

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

সোমবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ বছর ২০ অক্টোবর বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস যৌথভাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘Driving Change with Quality Statistics and Data for Everyone’—বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী।”

তিনি বলেন, সঠিক উপাত্ত কেবল নীতি প্রণয়নেই নয়, বরং নীতির কার্যকর বাস্তবায়ন ও মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. ইউনূস আরও জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সংস্থা হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। এতে উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ আরও প্রযুক্তিনির্ভর এবং কার্যকর হবে।

তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, “উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা ও মানসম্মত ব্যবহার গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনমুখী উন্নয়নে সহায়ক হবে।”

প্রধান উপদেষ্টা নীতিনির্ধারক, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিতভাবে “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত” নিশ্চিত করার আহ্বান জানান।

বাণীর শেষে তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!