লক্ষ্মীপুর জেলা জামায়াত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-রায়পুর মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা এই কর্মসূচিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর প্রক্রিয়ায় নির্বাচনের দাবি প্রধান ছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড: নছির আহমদ, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুর নবী, সহ সেক্রেটারি এ্যাড: মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর প্রক্রিয়া অনুযায়ী ভোটাধিকার নিশ্চিত করা হোক। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের ২-১ উপদেষ্টা নিরপেক্ষ না থেকে কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন। শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার যদি জনগণের ইচ্ছা উপেক্ষা করে অবাধ ও সুষ্ঠ নির্বাচন পরিবেশ সৃষ্টি না করে, এবং জুলাই সনদ আইনি স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, তাহলে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে।
একুশে সংবাদ // র.ন