রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৩ ঘণ্টা পরও ধোঁয়া বের হচ্ছে। বিষাক্ত ধোঁয়ার প্রভাবে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়েছে, এতে পাশের রাইজিং ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউন থেকে এখনো ঘন ধোঁয়া বের হচ্ছে। রাইজিং ফ্যাশনের অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে।
কারখানার কর্মী মো. আল আমিন জানান, সকালে কাজে এসে তারা বিষাক্ত গ্যাসে শ্বাস নিতে পারছিলেন না। “গোডাউন থেকে বের হওয়া কেমিক্যালের গন্ধে গার্মেন্টসের ভেতরটা ভরে গিয়েছিল। আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন,” বলেন তিনি।
সকালে কারখানার সামনে শতাধিক শ্রমিককে অবস্থান করতে দেখা যায়। অনেকে অসুস্থতা অনুভব করায় বাড়ি ফিরে গেছেন।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ১২টির বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে ব্যাপক বেগ পেতে হয়।
আগুনে এ পর্যন্ত অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া দগ্ধ ও আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো ধোঁয়া নির্গমন অব্যাহত থাকায় সম্পূর্ণ শীতলীকরণ কাজ শেষ করতে সময় লাগছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ // র.ন