নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক তালিকায় ‘শাপলা’ এখনও যুক্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন সিইসি।
তিনি বলেন, “যারা এনসিপির নেতৃত্বে আছেন, তারা চব্বিশের আন্দোলনে সামনে থেকে ভূমিকা রেখেছেন। তাই আমি আশা করি, তারা গণতন্ত্রায়নের পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন না।”
নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া প্রস্তুতি প্রসঙ্গে সিইসি আরও বলেন, “কমিশন অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে পদক্ষেপ নিচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”
তিনি যোগ করেন, “গণতন্ত্রে স্থিতিশীল ও সুন্দর উত্তরণের জন্য সব পক্ষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
একুশে সংবাদ/এ.জে