AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাকসু-চাকসু নির্বাচনে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৪ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাকসু-চাকসু নির্বাচনে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের উদ্বেগ নেই। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা এবং প্রস্তুতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচনের পালা। এ বিষয়ে সভায় উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। তিনি বলেন, “এই প্রতিনিধিরা দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীকে উপস্থাপন করেন। ভোটাররাও শিক্ষিত। সবার অভিজ্ঞতা আমরা ভাগাভাগি করেছি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেও এখানকার শিক্ষা কাজে লাগবে।”

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না জানতে চাইলে উপদেষ্টা নিশ্চিত করেছেন, সেখানে কোনো উদ্বেগ উঠে না।

পরামর্শ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা, ভোট গণনার প্রক্রিয়া, কালি ব্যবহারের নিয়ম এবং দ্রুত ফলাফল ঘোষণার ব্যবস্থার বিষয়গুলো আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডি ও ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা করতে তিন দিন সময় লেগেছিল উল্লেখ করে তিনি বলেন, মেশিনে ভোট গণনার মাধ্যমে সময় কমানো সম্ভব। তাই মেশিন গণনার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাকসু ও চাকসুর অভিজ্ঞতা শেয়ার করা হচ্ছে এবং সেখানে পাওয়া শিক্ষা জাতীয় নির্বাচনে কাজে লাগানো হবে।

শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দেন, “রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে কোনো উদ্বেগ নেই। আশা করছি উভয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এজন্য সাংবাদিকদের সহায়তা ও সহযোগিতা প্রয়োজন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!