AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হকের পদত্যাগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৮ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, তার পদত্যাগ কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে।

বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তার পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রধান কার্যালয় থেকে বদলি করে তাকে রাজশাহীতে পাঠানো হয়েছিল।

মেজবাউল হক তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন। ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর তিনি পেমেন্ট সিস্টেম, আইটি ও অফসাইট সুপারভিশনসহ গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক হওয়ার পাশাপাশি মুখপাত্রের দায়িত্ব পান তিনি। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে নতুন মুখপাত্র করা হয়।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!