সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় এ লকারটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি জানান, শেখ হাসিনার নামে খোলা লকার নং-১২৮ এর অস্তিত্ব পাওয়া গেছে। এর দুইটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। প্রাথমিকভাবে লকারটি জব্দ করা হয়েছে, তবে এর ভেতরে কী আছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, লকারটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে। তবে সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। লকারটি খোলার আগে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে