ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সেলিম প্রধান আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় তার মালিকানাধীন একটি সিসা বার থেকে পুলিশ তাকে আটক করে।
গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান দীর্ঘদিন ধরে বারিধারায় সিসা বার পরিচালনা করছিলেন। ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০১৯ সালে আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযানে সেলিম প্রধান গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে