AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০৮:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাণীশংকৈলে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।

থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল থানার ওসি মো. আরশেদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও উদযাপন কমিটির সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, "শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে-মিশে এই উৎসব উদযাপন করতে হবে। এ উৎসবকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশের কঠোর নজরদারি কামনা করি।"

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, "আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।"

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!