AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ নভেম্বর থেকে নতুন রঙের পোশাক পাচ্ছে পুলিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৭ পিএম, ৭ নভেম্বর, ২০২৫

১৫ নভেম্বর থেকে  নতুন রঙের পোশাক পাচ্ছে পুলিশ

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। ৫ আগস্টের পর বহু নিরপরাধ সদস্যের মনোবল ভেঙে যায়। এ প্রেক্ষাপটে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে, যা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারে পদক্ষেপ গ্রহণ করে।

প্রাথমিকভাবে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে নতুন পোশাকের ট্রায়াল সম্পন্ন হওয়ার পর পুলিশের জন্য গাঢ় নীলের পরিবর্তে ‘আয়রন রঙের’ পোশাক চূড়ান্ত করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, আগামী ১৫ নভেম্বর থেকে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সবাই নতুন পোশাক পরবেন। প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআই ইউনিটে এই পোশাক দেওয়া হবে, পরবর্তীতে অন্যান্য ইউনিটেও সরবরাহ করা হবে।

র‌্যাবের পোশাক নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, যাচাই-বাছাই শেষে নতুন রঙ নির্ধারণ করা হবে। ততদিন সদস্যরা আগের কালো পোশাকই ব্যবহার করবেন।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, কেবল পোশাক নয়, মানসিকতার পরিবর্তনও প্রয়োজন। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করা হলে নতুন পোশাকের তাৎপর্য সীমিত থাকবে। পুলিশকে জনবান্ধব করতে প্রশিক্ষণ ও মনস্তাত্ত্বিক সহায়তা বাড়াতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!