AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৬ পিএম, ১৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান নেই। তিনি স্পষ্ট করে জানান, যত বড় প্রভাবশালীই হোক না কেন, চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে তারিখে নির্বাচন ঘোষণা করেছেন, নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে। রাজনৈতিকভাবে কেউ ভিন্ন কথা বললেও সেটি গুরুত্ব পাবে না। তার ভাষায়, “স্যার যেই মাসে ভোটের তারিখ দিয়েছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।”

এ সময় বাজার পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্ষার কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। প্রচুর আলু মজুত থাকলেও পাইকারি থেকে খুচরা পর্যায়ে দামের পার্থক্য বেশি হওয়ায় ভোক্তারা চাপের মুখে পড়ছে, অথচ কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীরাই এর সুবিধা নিচ্ছে।

 

 

একুশে সংবাদ/ ই.প্র/এ.জে

Link copied!