সংবিধান সংস্কার কমিশন বাদ দিয়ে বাকি ১০টি সংস্কার কমিশন মোট ৩৬৭টি সুপারিশকে জরুরি বাস্তবায়নের জন্য চিহ্নিত করেছে। এর মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, ১১টি সংস্কার কমিশনের মধ্যে ১০টির জরুরি ও গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভায় আবারও বিস্তারিত আলোচনা হয়। গত সপ্তাহে ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন ছিল বলে জানানো হয়েছিল, আজ আরও ২৪৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ যুক্ত হয়েছে।
তিনি জানান, মোট ৩৬৭টি জরুরি সুপারিশের মধ্যে ৩৭টির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে শ্রম খাতের ৮২টি সুপারিশ রয়েছে, যেগুলোর অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে এবং কিছু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে বলে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন মন্ত্রিসভায় জানিয়েছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে