অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বক্তব্যে জাতীয় নির্বাচন বন্ধ হবে না। তিনি আশ্বাস দেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হবে, যদিও এটি অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক নেতাদের সদিচ্ছার ওপর।
সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখনো চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ স্কিমে যুক্ত হচ্ছেন না। কেন এই অনীহা তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে এবং সরকারি কর্মচারী ও শিক্ষকদের স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচারের উদ্যোগ বাড়াতে হবে যাতে সাধারণ মানুষ এর সুবিধা সম্পর্কে অবগত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে পেনশন স্কিমে যোগদান, লগইন, তথ্য যাচাই, নোটিফিকেশন গ্রহণ, এমনকি নমিনি পরিবর্তনসহ সব কাজ অনলাইনে করা যাবে।
উল্লেখ্য, সর্বজনীন পেনশন দেশের একটি রাষ্ট্রীয় অবসরভাতা ব্যবস্থা, যা চারটি পৃথক স্কিমে পরিচালিত হচ্ছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিম—যার লক্ষ্য দেশের সব নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
একুশে সংবাদ/স.ট/এ.জে