AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:০৫ পিএম, ১৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উষ্ণতা বাড়ার ধারাবাহিকতায় চলতি মাসেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট তিনি বাংলাদেশে পৌঁছাবেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পারস্পরিক বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতায় এসেছে নতুন গতি। এর আগে গত এপ্রিল মাসে ইসহাক দারের ঢাকায় আসার কথা থাকলেও ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির কারণে সফর স্থগিত হয়।

দ্য ডন জানায়, এবার তিনি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। দুই দেশের পারস্পরিক সমন্বয় আরও জোরদার করাই হবে সফরের মূল উদ্দেশ্য।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতির মধ্যে রয়েছে— সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশে নীতিগত সম্মতি, সরকার-থেকে-সরকার সরাসরি বাণিজ্য পুনরায় চালু, পাকিস্তান থেকে চাল আমদানি, এবং কয়েক দশক পর সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল।

এছাড়া, গত কয়েক মাসে দুই দেশের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক ও যোগাযোগ হয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচের ঢাকা সফর, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের টেলিফোন আলাপ, এবং আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে শীর্ষ নেতাদের সাক্ষাৎ।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!