AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের রেলপথ অবরোধে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
১১:২৬ এএম, ১৩ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীদের রেলপথ অবরোধে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে উল্লাপাড়া রেলগেট এলাকায় এই অবরোধ চলতে থাকে, ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৯ বছর আগে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) সরকার এখনো অনুমোদন দেয়নি। বারবার ডিপিপি সংশোধন করা হলেও অনুমোদন না দেওয়ায় শিক্ষার্থীদের ভাড়া করা ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে।

তারা জানান, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই আজকের এই রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে এসব ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে।

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

Link copied!