AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিল ঘোষণার আগেই সরকার ছাড়বেন আসিফ মাহমুদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪২ পিএম, ১৩ আগস্ট, ২০২৫

তফসিল ঘোষণার আগেই সরকার ছাড়বেন আসিফ মাহমুদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে তিনি বলেন, “আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছেন, তাদের সরকারে থাকা উচিত নয়। তাই তফসিল ঘোষণার আগেই আমি সরে যাব।” তবে তিনি এখনও স্পষ্ট করেননি, আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না।

জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা আসিফ মাহমুদ জানান, তিনি ক্ষমতার মোহে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই সরকারে আছেন। তার মতে, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়নই তার মূল লক্ষ্য, যা শেষ না করলে ঐতিহাসিক দায় থেকে যাবে।

সরকার গঠনের আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিতে চাননি বলে পূর্বের একটি বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, বিষয়টি আওয়ামী লীগের সমর্থন না থাকার কারণে হয়েছিল, ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। তিনি ৫ আগস্টের পর সেনাবাহিনীর অবদান স্বীকার করেন, তবে সামরিক বাহিনী এখন ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে এনে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে এবং কিছু আওয়ামী লীগ নেতা দলটির হয়ে নির্বাচন করার পরিকল্পনা করছেন।

স্থানীয় সরকার পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা বাধাগ্রস্ত হচ্ছে, যার দায় তার ওপর পড়ছে। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন তার হাতে নেই, এবং বিএনপি ও সহযোগী কয়েকটি দল এতে রাজি হচ্ছে না।

কুমিল্লার মুরাদনগরে তার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে শিক্ষক নিপীড়ন ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার, এবং তারা আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। এছাড়া তিনি জানান, জাতীয় পর্যায়ে রাজনীতি করাই তার লক্ষ্য, স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!