ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্য বৈঠক করেছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর গুলশান-২-এ রাষ্ট্রদূতের বাসভবনে শুরু হওয়া এ বৈঠকে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জাতীয় ঐক্যের বিষয় গুরুত্ব পায়।
এর আগের দিন সোমবার (১১ আগস্ট) একই স্থানে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত সেই আলোচনায় দলটির শীর্ষ নেতারা অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকগুলোতে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী সংস্কার নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় স্থান পায়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ জানান, বিএনপি ও জামায়াতের সঙ্গেও এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের বৈঠক হয়েছে। ধারাবাহিকভাবে সব পক্ষের বক্তব্য শোনা হচ্ছে এবং তাদের পক্ষ থেকেও রাজনৈতিক ইশতেহার ও সংস্কার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

