AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৯ পিএম, ১১ আগস্ট, ২০২৫

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

এ ছাড়া নৌবাহিনী, বিজিবি ও র‍্যাবও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য অনুকূল হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি। ভোটের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে সরকারের সব ধরনের প্রস্তুতি থাকবে।

তিনি আরও বলেন, নিরীহ মানুষ যাতে মামলার হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। টাকার প্রলোভনে জুলাই-আগস্টে অনেকের নামে মামলা হয়েছে, তবে নিরপরাধ ব্যক্তিদের আইনের আওতায় না আনার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলার সাম্প্রতিক চিত্র তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। একসময় থানায় কেউ যেত না, আনসার বাহিনী বিদ্রোহ করেছিল, অন্যান্য বাহিনীর কার্যক্রমও ছিল শিথিল। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি, তবু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব। 

তার ভাষায়, “বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল—এমন নজির নেই।”

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!