জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) রবিবার (১০ আগস্ট) হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় ৪৫ লাখ ৭১ হাজার ভোটার, তবে মৃত বা অযোগ্য হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে।
এর ফলে দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, খসড়া তালিকা সম্পর্কে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে, যা ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব ভোটার ১৮ বছর পূর্ণ করবেন, তারা নতুন আইনের সুবিধায় এই সময়ের মধ্যেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
ইসি এবছর মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে— ২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

