AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিবন্ধনের ঘাটতি নথি নিয়ে নির্বাচন কমিশনে এনসিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৬ পিএম, ৩ আগস্ট, ২০২৫

নিবন্ধনের ঘাটতি নথি নিয়ে নির্বাচন কমিশনে এনসিপি

নিবন্ধন প্রক্রিয়ায় ঘাটতি থাকা নথিপত্র সংশোধনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) দপ্তরে গিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হন দলটির একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধিরা।

এর আগে, নিবন্ধন চেয়ে গত জুনে এনসিপি প্রায় ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে ইসিতে জমা দেয়। তবে প্রাথমিক যাচাইয়ে দলটি তালিকাভুক্ত হতে পারেনি। নির্বাচন কমিশন জানায়, এনসিপির মতো আরও ১৪৩ দলের জমা দেওয়া কাগজপত্রে ঘাটতি রয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা ও আপডেট তথ্য তুলে ধরতে কমিশনের সঙ্গে পুনরায় যোগাযোগ করছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!