আসিয়ান সদস্যপদ পেতে বাংলাদেশের প্রচেষ্টায় মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার পথ সুগম হবে।
সাক্ষাৎ শুরুর আগে নুরুল ইজ্জাহ সাম্প্রতিক সময়ে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণকালীন একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, "এটি আমাদের জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমরা অনেক প্রাণ হারিয়েছি।"
তিনি নুরুল ইজ্জাহকে পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় সফলতা কামনা করেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, "আমরা একটি গুরুত্বপূর্ণ রূপান্তরকাল অতিক্রম করছি। তরুণরা বুক পেতে গুলি খেয়েছে, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। এই আন্দোলন ছিল তরুণ নেতৃত্বের, কিন্তু পরে সব শ্রেণিপেশার মানুষ এতে যুক্ত হয়েছেন। সেই চেতনায় শহরের দেয়াল ও সড়কজুড়ে ফুটে উঠেছে বিদ্রোহের রঙ।"
তিনি মালয়েশিয়ান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, “বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের জনসংখ্যার অর্ধেকই ২৭ বছরের নিচে। এখানে শিল্প স্থাপন করলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।”
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে