জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ জুলাই ২০২৫) বিকেলে নগরীর নাসিমন ভবন চত্বরে “গ্রাফিতি অঙ্কন” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“গত বছরের জুলাই-আগস্টে শুরু হওয়া গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। সেই সাহসী আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আজকের এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।”
তিনি আরও বলেন, “জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভোটের অধিকার নিশ্চিত করতে হাজার হাজার নেতাকর্মী কারাবরণ করেছেন, কেউ কেউ হয়েছেন খুন কিংবা গুমের শিকার।”
গোলাম আকবর খোন্দকার বলেন, “ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী একদফা আন্দোলন পর্যন্ত প্রতিটি পর্যায়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্দোলনের কৌশল পরিবর্তনের মাধ্যমে এই সংগ্রামকে আরও গতিশীল করা হয়েছে।”
সমাবেশ শেষে তিনি নিজ হাতে রং-তুলি দিয়ে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে