AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা: বাংলাদেশিদের নিরাপত্তা নিতে দূতাবাসের সতর্কবার্তা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৭ পিএম, ২৪ জুলাই, ২০২৫

থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা: বাংলাদেশিদের নিরাপত্তা নিতে দূতাবাসের সতর্কবার্তা

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সামরিক উত্তেজনার মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়।

দূতাবাস জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে ৯ জন থাই নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে থাইল্যান্ড আকাশপথে কম্বোডিয়ার ওপর সামরিক অভিযান চালিয়েছে।

এমন প্রেক্ষাপটে বিজ্ঞপ্তিতে থাই-কম্বোডিয়া সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান উত্তেজনা নিয়ে কোনো ধরনের মন্তব্য বা তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের জরুরি নম্বর: +৬৬ ৮১ ৮৭০ ৮৪৪৩।

দূতাবাস সূত্রে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং থাই কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।

একুশে সংবাদ//র.ন

Link copied!