রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। সে স্কুলটির ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
চিকিৎসক জানান, মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় সে মারা যায়।
এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া গ্রামের মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করে।
মাহতাবের বাবা জানান, প্রতিদিন তিনিই ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতেন। দুর্ঘটনার দিনও ছেলেকে আনতে গিয়েছিলেন। ওই সময় বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে মাহতাব দগ্ধ হয়। পরে সেনাবাহিনীর একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য, মাইলস্টোন ট্র্যাজেডিতে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

