AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাইলস্টোন ট্র্যাজেডি:

ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৪ এএম, ২৩ জুলাই, ২০২৫

ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে।

মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে ঢাকায় পৌঁছায় চিকিৎসক দলটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সিঙ্গাপুর থেকে আরও তিনজন প্রতিনিধির ঢাকা সফরে যোগ দেওয়ার কথা রয়েছে। তারা হলেন: সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান।

এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সহায়তা নেওয়া হচ্ছে।

তার ভাষ্য, “জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি সমঝোতা স্মারক রয়েছে। সেই চুক্তির আওতায় হাসপাতালটিকে আহতদের চিকিৎসা প্রতিবেদন পাঠানো হয়েছে এবং সেখান থেকে একজন সিনিয়র চিকিৎসক ও দুইজন নার্স ঢাকায় আসছেন।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজজিআই, সিরিজ নম্বর ৭০১) বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বহু মানুষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!