দুই দিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরকালে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় এটি হবে ইউরোপীয় কোনো দেশের শীর্ষ পর্যায়ের প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন ৩১ আগস্ট প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অভিবাসন ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি আসতে পারে এই সফরে। একইসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিয়ে ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনি। চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ অভিবাসন নিয়ে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়।
ঢাকার কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরের সময়ই ইতালির প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়। রোমের পক্ষ থেকে ইতোমধ্যে সফরের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে যোগ দিতে রোম সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ১৯৯৮ সালে তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকা সফর করেছিলেন। সেই সফরের পর এবারই প্রথম কোনো ইতালির প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা আসছেন জর্জিয়া মেলোনি।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে