AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানবিক গুণ ও শৃঙ্খলা ছাড়া দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫০ পিএম, ১৯ জুলাই, ২০২৫

মানবিক গুণ  ও শৃঙ্খলা ছাড়া দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

দেশকে সামনে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।তিনি বলেন, ‍‍`ভালো ও মানবিক মানুষ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।‍‍`

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত ‍‍`মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স‍‍` শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘শৃঙ্খলা মেনে চললে দেশ উপকৃত হয়। আর উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।’
সমাপনী আয়োজনে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার প্রদান করেন তিনি।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!