AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান আসিফ মাহমুদের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৯ পিএম, ১৬ জুলাই, ২০২৫

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান আসিফ মাহমুদের

গোপালগঞ্জে চলমান অস্থির পরিস্থিতিতে জীবন-মৃত্যুর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (১৬ জুলাই) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এই অনুরোধ জানান।

তিনি লেখেন, “গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। জীবন-মৃত্যুর মতো জরুরি কারণ না থাকলে কেউ যেন ঘর থেকে বের না হন।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করা হবে। পুলিশের কন্ট্রোল রুম থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত ও সহিংসতা ঠেকাতে জননিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নজরদারিতে থাকবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বুধবার শহরজুড়ে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা যৌথভাবে কাজ করছে।

শেষ খবর অনুযায়ী, শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!