AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ আরও ২ মাস বাড়লো


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০১ পিএম, ১৩ জুলাই, ২০২৫

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ আরও ২ মাস বাড়লো

সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।

রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তা (কোস্টগার্ড ও বিজিবির প্রেষণে থাকা কর্মকর্তাসহ)-দের ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারার আলোকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রদান করা হয়েছে। নতুন এই ক্ষমতা ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। দেশের যেকোনো স্থানে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এসব কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় বর্ণিত অপরাধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবার সশস্ত্র বাহিনীর এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর থেকে নিয়মিতভাবে দুই মাস অন্তর মেয়াদ বাড়ানো হচ্ছে।

 

একুশে সংবাদ/ই.ফ/এ.জে

Link copied!