প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় একটি নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিবসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
কমিশনার সানাউল্লাহ বলেন, “বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে কমিশন একটি প্রকল্প হাতে নেবে। এই প্রকল্পের আওতায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়া চালু করা হবে।”
তিনি জানান, প্রাথমিকভাবে প্রায় ৪৮ কোটি টাকার একটি প্রকল্পের খসড়া তৈরি হচ্ছে। আশা করা হচ্ছে, এই পদ্ধতিতে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়বে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটারদের সাড়া তুলনামূলক কম থাকলেও নতুনভাবে ডিজাইন করা ব্যবস্থায় অনেক বেশি প্রবাসী ভোট দেওয়ার সুযোগ পাবেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

