প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ এখনো জানা নেই। তিনি বলেন, “নির্বাচনের দিন কবে হবে—সেটা নিয়ে এখন আর কিছু বলবো না। সকালে একবার বলেছি, আসলে আমি নিজেও এখনো জানি না। তবে সময়মতো, কমপক্ষে দুই মাস আগে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।”
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “ভোটগ্রহণের দিন, মনোনয়নপত্র জমার তারিখসহ পুরো নির্বাচনী কার্যসূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাই।”
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, “গত কিছু ঘটনায় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য আসন্ন নির্বাচন একটি বড় সুযোগ। আমি আন্তরিকভাবে চাই, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তারা যেন জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন।”
তিনি আরও বলেন, “আমরা অতীতেও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো এবারও প্রমাণ করতে চাই যে, বাংলাদেশ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে। আমাদের সেই সক্ষমতা রয়েছে।”
সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, “গঠনমূলক সহযোগিতার মাধ্যমে গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। অনেক সময় দেখা যায়, ইতিবাচক খবরের চেয়ে নেতিবাচক খবর বেশি গুরুত্ব পায়। আমরা চাই, আপনারা নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়ানোর কাজে যুক্ত হোন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডি সভাপতি কাজী জেবেল এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
একুশে সংবাদ/জা.নি/এ.জে