যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারস্পরিক লাভজনক (উইন-উইন) শুল্কচুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি লিখেছেন, বর্তমানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
শফিকুল আলম জানান, সোমবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আগামী ৯ জুলাই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দীন।
প্রেস সচিব আরও জানান, ঢাকা আশা করছে— এই আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও সমাধানমূলক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা দুই দেশের স্বার্থকেই সুরক্ষা দেবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে