“কৃষিই সমৃদ্ধি”, “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, মেলা উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বরে ২টি স্টলে বিভিন্ন প্রকার মৌসুমী ফলের প্রদর্শনী তিন দিনব্যাপী চলবে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে