AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকে টাকা রাখবে না কেউ: অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৫ পিএম, ৫ জুলাই, ২০২৫

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকে টাকা রাখবে না কেউ: অর্থ উপদেষ্টা

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সবাই ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে, যা ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি করতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

 

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “সঞ্চয়পত্রের মুনাফা যদি অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সবাই সেটাই কিনবে। তখন কেউ আর ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তো তারল্যের বিষয় রয়েছে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক টাকা পাবে কোথায়? তাই বিষয়টি ব্যালেন্স করে দেখতে হবে।”

 

অর্থ উপদেষ্টা আরও বলেন, “দেশের কিছু সমস্যাগ্রস্ত ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংকইসলামী ব্যাংক তার একটি উদাহরণ। এখন ব্যাংকটিতে ধীরে ধীরে আস্থা ফিরছে।”

 

তিনি বলেন, “সরকার ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রণয়ন করেছে, যার মূল উদ্দেশ্য হলো— গ্রাহকরা যেন তাদের আমানত নিরাপদে ফেরত পান। এটি সরকারিভাবেই অঙ্গীকারবদ্ধ।”

 

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আলোচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।”

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক

 

একুশে সংবাদ//র.ন

Link copied!