চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিলের দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনছুর আলম পাপ্পীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় পূর্ব কালুরঘাটে “বোয়ালখালীর সর্বস্তরের জনসাধারণ” এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন— মো. সেলিম, মীর ইলিয়াছ, জাহেদ শাহরিয়ার মো. সাজ্জাদ, শাহাদাত হোসেন জিকু, জাহাঙ্গীর আলম পারভেজ, মো. নাহিদ, মো. আজগর ও মো. আদনান প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরোধিতাকারী পলাতক মনছুর আলম পাপ্পীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কালুরঘাট এলাকায় অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখনও পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে