কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই বৈঠক নিয়ে নানা জল্পনা থাকলেও এবার তা নিয়ে মুখ খুললেন সিইসি।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতির খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা।
সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি কী পর্যায়ে। আমরা তাকে জানিয়েছি, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুতির পর্যায়ে রয়েছে, বলতে পারেন ‘ফুল গিয়ারে’ আছি।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন চান। তিনি সুষ্ঠু ভোট আয়োজনের ব্যাপারে আন্তরিক। তবে নির্বাচনের তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। নির্দিষ্ট তারিখ নির্ধারিত হলে সেটি নির্বাচন কমিশনের মাধ্যমেই সবাই জানতে পারবেন।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে