দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার পৌরসভা অডিটোরিয়ামে গোপন ব্যালটে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে ইমরান আহমদ, সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে শাবুদ্দিন নির্বাচিত হন। ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন পৌর বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মমশাদ আহমদ।
ভোট কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিস বাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য আবুল কালাম বেলাল এবং জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান।
এর আগে প্রথম অধিবেশনে সকল কাউন্সিলরদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ফয়জুল করিম ময়ূন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে। আজকের ৯ নং ওয়ার্ডের কাউন্সিল সেই ঐতিহ্যের ধারাবাহিকতা। কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় প্রমাণ হয়েছে—বিএনপি কখনো চাপিয়ে দেওয়া নেতৃত্বে বিশ্বাসী নয়।”
তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা জেলায় তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করা হচ্ছে।”
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “নতুন নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে কর্মীদের ঐক্য ধরে রাখা, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকা। ওয়ার্ড কমিটি বিএনপির সাংগঠনিক ভিত্তি। এখান থেকেই পৌর, উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃত্ব তৈরি হয়। তাই যারা নির্বাচিত হয়েছেন, তাদের কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে